
গত ৮ জুন দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় ‘আগামী নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন না এমপি মজিদ খান’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি আমাদের মাননীয় সংসদ সদস্য, ভাটি বাংলার কৃতি সন্তান ও উন্নয়নের রূপকার অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে নিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা আদৌ সত্য নয়। মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রনোদীত ও তার জনপ্রিয়তা ক্ষুন্ন করার ষড়যন্ত্র। আগামী নির্বাচনে কে মনোনয়ন পাবেন আর কে মনোনয়ন পাবেন না সেটা আমাদের জননেত্রী শেখ হাসিনা নিশ্চিত করবেন। তিনি ব্যতীত অন্য কেউ এ ধরণের সিদ্ধান্ত নিতে পারবেন না। মাননীয় সংসদ সদস্য আব্দুল মজিদ খান নির্বাচিত হওয়ার পর আজমিরীগঞ্জ ও বানিয়াচঙ্গ উপজেলার রাস্তাঘাট, ব্রীজ কালভার্টসহ সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে। পাশাপাশি গ্রামে গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হয়েছে। বলতে গেলে স্বাধীনতার পর তাঁর নেতৃত্বে দুই উপজেলায় সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। তিনি আওয়ামী লীগের একজন পরীক্ষিত সৈনিক। তাঁর নেতৃত্বে আজমিরীগঞ্জ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গ সহযোগি সংগঠন সু-সংগঠিত। অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ছাড়া বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জে আওয়ামী লীগের আর কোন বিকল্প প্রার্থী নেই। তাই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দেবেন বলে আমি আশাবাদী। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
হীরেন্দ্র পুরকায়স্থ
সহ-সভাপতি
বাংলাদেশ আওয়ামী লীগ
আজমিরীগঞ্জ উপজেলা শাখা।
সাবেক ভাইস চেয়ারম্যান
উপজেলা পরিষদ, আজমিরীগঞ্জ।